নিজস্ব প্রতিবেদক 17 Jan, 21
৩৬তম বিসিএস ক্যাডারস এসোসিয়েশনের উদ্যোগে রাজধানী ঢাকাসহ কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী এবং রাজশাহী জেলায় শীতার্ত এবং দুস্থদের মধ্যে পাঁচ শতাধিক কম্বল বিতরন করা হয়।
শুক্রবার বিকেল থেকে ঢাকার রমনা পার্ক সংলগ্ন ফুটপাত, মালিবাগ রেলগেট, কমলাপুর রেলস্টেশন, সায়েদাবাদ বাসস্ট্যান্ড এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও তার আশপাশের এলাকায় শীতার্ত ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরন করা হয়।
একই দিন উত্তরবঙ্গের কুড়িগ্রাম জেলার যাত্রাপুরে, নীলফামারী জেলার শহরের পার্শ্ববর্তী এলাকায়, লালমনিরহাটের তিস্তা নদীর তীরবর্তী এলাকায় এবং রাজশাহী জেলার পদ্মা তীরবর্তী চরাঞ্চল এলাকায় শুক্রবার দুপুরে শীতার্ত ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।