আব্দুল্লাহ,গবি প্রতিনিধি 19 Dec, 20
মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে একাডেমিক ভবন মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু সভাপতিত্বে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মনসুর মুসা, ভৌত ও গাণিতিক বিজ্ঞান অনুষদের ডিন ড. হাসিন অনুপমা আজহারী, রেজিস্ট্রার ড. এস. তাসাদ্দেক আহমেদ সহ বিভাগীয় শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা মুক্তিযুদ্ধের নানা বিষয় সম্পর্কে আলোচনা করেন। যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে এই সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।