• 01 Aug
  • 10:42 PM
'অসমাপ্ত আত্মজীবনী' কে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করার দাবি

জাককানইবি প্রতিনিধি 01 Aug, 19

শোকের মাস আগস্টের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ।
বৃহস্পতিবার প্রথম প্রহরেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এই মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রাকিবুল হাসান রাকিব বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিশ্ববিদ্যালয়ের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করার জোর দাবি জানান ।

এ সময় তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে বঙ্গবন্ধু স্বাধীন দেশে নিয়ে এসে দেশের জাতীয় কবির মর্যাদা দেন। সুতরাং সেই জাতীয় কবির নামে বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’’ না থাকাটা বেমানান ।
অতি দ্রুত “বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী” বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের একাডেমিক কোর্স করার দাবি জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এইচ এম মোস্তাফিজুর রহমান, ট্রেজারার মো. জালাল উদ্দিন, মো. নজরুল ইসলাম প্রক্টর (ভারপ্রাপ্ত), সোহেল রানা পরিচালক অর্থ ও হিসাব, সঞ্জয় মুর্খাজী, সহকারী প্রক্টর, প্রভোস্ট অগ্নিবীণা হল সিদ্ধার্থ দেসহ ছাত্রলীগের অন্যান্য নেতারা ।