• 15 May
  • 10:19 PM
পাবিপ্রবিতে রসায়ন বিভাগের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

পাবিপ্রবি প্রতিনিধি 15 May, 19

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। ১৫ই মে বুধবার ক্যাফেটেরিয়া বিল্ডিং এর ৪০১ নম্বর কক্ষে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত ইফতার মাহফিলে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. ওমর ফারুক, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডঃ প্রীতম কুমার দাস, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান রতন কুমার পাল, রসায়ন বিভাগের সিনিয়র অধ্যাপক ড. রঞ্জিত কুমার বিশ্বাস, রসায়ন বিভাগের প্রভাষক ও সহকারী প্রক্টর মোঃ ফারুক আহম্মেদ, রসায়ন বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মোঃ সারোয়ার হোসেন সহ সকল বর্ষের শিক্ষার্থী ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

রসায়ন সমিতির সাধারণ সম্পাদক মোঃ আলিউল ইসলাম এর পরিচালনায় আলোচনা সভা শেষে মোনাজাত পরিচালনা করেন ৩য় বর্ষ ১ম সেমিস্টারের ছাত্র মোঃ শাহ আলম