• 01 July
  • 02:34 PM
'স্মৃতির বেলাভূমিতে'

সেলিম রেজা 01 July, 19

তোমার জেগে থাকা চোখের তারায়
দৃষ্টির মতিভ্রম হয়।
নেমে আসা সন্ধ্যায় ঘন হওয়া শ্বাস
বিশ্বাসে পতিত হয়।
নিদ্রার স্বপ্নগুলো বাস্তব মনে হয়।
জেগে ওঠা বেলাভূমি সিংহ আর হরিণের দল
উচ্ছল সমুদ্রে একা নাবিক জাহাজ আর ছেড়া পাল।
জীবন্ত ঝড় তার বন্দনায় কেটে যায় কাল।
চোখ মেলে দেখি শিহরণ জাগানো ভীত কোটরের
মাঝে,
জ্বলন্ত তারকাগুলো দপ করে নিভে গেছে-
বিস্ফোরণ অথবা কৃষ্ণ গহবরের মতো মৃত্যু
হঠাৎ ছেঁয়ে গেছে চারদিকে।
ছাঁয়াহীন অদৃশ্য দেওয়ালের গাঁথুনী ভঙ্গুর নয় মোটেই।
নিঃস্তবদ্ধতার মতো শব্দগুলো অর্থ খুঁজে নিঃসঙ্গতার।
বিশ্বব্রহ্মান্ডে গ্রহের শেষ নেই, জীবনের শেষ কি পৃথিবীই?