• 10 June
  • 09:44 PM
তুরস্কে ফটোগ্রাফি প্রতিযোগিতায় বাংলাদেশী শিক্ষার্থীদের সাফল্য

এস আহমেদ ফাহিম 10 June, 19তুরস্কে অনুষ্ঠিত ইসলামিক কো-অপারেশন ইয়ুথ ফোরাম কর্তৃক আয়োজিত “আইসিওয়াইএফ রমজান ফটোগ্রাফি প্রয়োগিতায় ২০১৯”-এ " ইয়ং ফিল্ম মেকার" ক্যাটাগরিতে ১ম স্থান অর্জন করেছেন বাংলাদেশী শিক্ষার্থী সাদিকুল্লাহ মাহমুদ এবং "ইয়ং ফটোগ্রাফার "ক্যাটাগরিতে ১ম স্থান অধিকার করেন বাংলাদেশি শিক্ষার্থী মুহাম্মদ হাসান কবির। সাদিকুল্লাহ মাহমুদের বাড়ি যশোরে এবং
মুহাম্মদ হাসান কবির এর বাড়ি চট্টগ্রাম এ। সাদিকুল্লাহ মাহমুদ বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ তে পড়াশোনা করছেন এবং মুহাম্মদ হাসান কবির বর্তমানে তুরস্কের সেলজুক বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান এবং জনপ্রশাসন বিষয়ে পড়াশুনা করছেন।

আইসিওয়াইএফ রমজান ফটোগ্রাফি প্রতিযোগিতা ২০১৯ গত ১১ মে শুরু হয়ে ৩০ মে শেষ হয়। পরবর্তীতে গত ৪ জুন প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়।