• 12 July
  • 01:09 AM
হাটুর নিচে বগুড়া শহর, ভোগান্তিতে জনগন

মোঃতাসনিম আলম তুষার, বগুড়া প্রতিনিধি 12 July, 19

আষার মাসের গুড়ি গুড়ি বৃষ্টি লেগে আছে সবসময়।এ যেন এক শিল্পের লীলাখে। কখনো মশুলধারে আবার কখনো ঝিরিঝিরি,বৃষ্টি যেন লেগেই থাকে প্রতিটা সময়।কিন্তু যে পরিমার পানি ঝড়ছে তা তো নিষ্কাশনের ব্যাবস্থার উর্ধে। তখনি বেড়ে যাচ্ছে জলাবদ্ধতা। আর ভোগান্তি তে পড়ছে সাধারন মানুষ।


আধা ডুবু অবস্থায় চলাচল করছে রিক্সা গুলো।কোন কোন রিক্সা যেতেই চাচ্ছেন না অথবা অন্য রাস্তায় চলাচল করছে।রিক্সা চালক আব্দুল খালেক বলে" সামান্য পানিতেই শহরের প্রায় রাস্তা ই ডুবে যায়।আমাদের রিক্সা চালাতে খুব অসুবিধা হয়।এমনিতে রাস্তার মাঝে ভাঙা তার উপর পানি।কোন দিকে যে যাই।"

রাস্তার পানিতে মজা করে হেটেই চলেছেন মানুষ। তাদের অধিকাংশই শিশু। ড্রেনের পানির সাথে মিশে বৃষ্টির পানি মিশে দুষিত হচ্ছে আবদ্ধ পানি।এর ফলে অনেক পানি বাহিত রোগের আশংকা করা যাচ্ছে।

সাধারন জনগন এ ব্যাপারে পৌর মেয়রের কাছে দাবি জানিয়েছেন যেন এ জলাবদ্ধতা নিরসনে পানির সুষ্ঠু নিষ্কাশন ব্যাবস্থা করেন।