• 11 Aug
  • 05:27 PM
এবার ডেঙ্গুতে প্রাণ হারালেন ঢাবি শিক্ষার্থী রিফাত

ভার্সিটি ভয়েস ডেস্ক 11 Aug, 19

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও এক শিক্ষার্থী মারা গেছেন। ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিহত শিক্ষার্থীর নাম রিফাত হোসাইন। তিনি বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষে পড়তেন। রাজধানীর এ্যাপোলে হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় আজ রোববার বিকালে তার মৃত্যু হয়েছে। পরিবার সূত্রে এ তথ্য জানা গেছে।

নিহত রিফাতের বাড়ি গাজীপুরে। তিনি সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের অনাবাসিক শিক্ষার্থী ছিলেন।তিনি বিশ্ববিদ্যালয়ের ক্ষণিকা বসে আসা-যাওয়া করতেন।

জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিফাত জ্বরে আক্রান্ত হলে গত ৯ আগস্ট রিফাতকে এ্যাপোলে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে লাইফ সাপোর্টে নিয়ে যায়। ডেঙ্গুর প্রভাবে তার কিড়নি ড্যামেজ হয়ে গেছিলো।ফলে আজ বিকালে তার মৃত্যু ঘটে।


রিফাতের বন্ধু রিয়াদ বলেন, রিফাতের পরীক্ষা চলছিলো। এরমধ্যে সে ডেঙ্গুতে আক্রান্ত হয়। পরে তার অবস্থার অবনতি হলে গত ৯ আগস্ট তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় এবং আজ বিকাল তিনটার দিকে সে মৃত্যুবরণ করে।

তিনি আরো বলেন, অ্যাপোলো হাসপাতালে তিন দিনে বিল এসেছে প্রায় তির লাখ। তার মধ্যে ২ লাখ ৭০ হাজার টাকা বাকী রয়েছে। তার পরিবারের পক্ষে এতো টাকা জোগাড় করা কোনো ভাবেই সম্ভব নয় বলে জানান তিনি।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘গতকাল থেকে রিফাতের পরিবারের সাথে আমাদের যোগাযোগ ছিলো। আজ দুঃখের খবরটি শুনলাম।’