• 02 Aug
  • 08:46 PM
ইউরোপ জয় করে ব্রাজিলিয়ান ক্লাব সাও পাওলোতে যোগদান করলেন দানি আলভেস

মোঃ তৌহিদুর রহমান হৃদয় 02 Aug, 19

প্যারিস সেন্ট-জার্মেইনের চুক্তি শেষ হওয়ার পর নিজ দেশের ক্লাব সাও পাওলোতে যোগ দিলেন একবিংশ শতাব্দীর সেরা রাইট-ব্যাক দানি আলভেজ। বৃহস্পতিবার নিজেদের টুইটার একাউন্টে নিউজটি নিশ্চিত করে সাও পাওলো। তাঁর এই চুক্তির মেয়াদ ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত যা মূলত কাতার ফুটবল বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত।

৩৬ বছর বয়সী আলভেজ সাংবাদিকদের বলেন, "আমি যেকোন জায়গা বেছে নিতে পারতাম, কিন্তু আমি ব্রাজিল ফিরে আসা বেছে নিয়েছি।"

সাও পাওলোতে আলভেজ দশ নাম্বার জার্সি পড়বেন বলে নিশ্চিত করেছে ফিফা।

এর ফলে ইউরোপে প্রায় ১৭ বছরের ইতি টানলেন দানি আলভেজ। ২০০২ সালে নিজের প্রথম পেশাদার ক্লাব বাহিয়া থেকে সেভিয়ায় যোগদানের মাধ্যমে তাঁর ইউরোপ যাত্রা শুরু হয়।

সেভিয়া, বার্সেলোনা, জুভেন্টাস ও পিএসজির হয়ে ইউরোপে গত ১৭ বছরে ৩৬টি মেজর ট্রফি জিতেন তিনি, যার মাঝে বার্সেলোনার হয়ে তিনটি চ্যাম্পিয়নস লিগ শিরোপাও আছে।

ব্রাজিলের হয়ে ২০১৯ কোপা আমেরিকা শিরোপাও জিতেন। ওই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন তিনি।