• 25 May
  • 02:37 PM
বুটেক্স শিক্ষার্থী তুষারের উদ্ভাবন  'টেক্সব্যাগ' অ্যাপস

সোহাগ জামিল, বুটেক্স প্রতিনিধি  25 May, 19

রাজধানীর তেজগাঁও এলাকায় অবস্থিত দেশের একমাত্র টেক্সটাইল শিক্ষার বিশেষায়িত প্রতিষ্ঠান বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ডাইস & কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মোঃ তুষার আকন বানিয়েছেন টেক্সটাইল সম্পর্কিত এপস 'টেক্সব্যাগ'। তুষার তার এপসের ব্যাপারে বিভিন্ন প্রশ্নের উত্তর যা বলেছেন তা নিম্নে উল্লেখ করা হলোঃ প্রশ্নঃ টেক্সব্যাগ কি? টেক্সব্যাগ হচ্ছে এমন একটি এপস যেখানে পাওয়া যাবে টেক্সটাইল রিলেটেড গুরুত্বপূর্ণ টপিক সম্পূর্ণ মাতৃভাষায়। যেখানে পাবলিশ হবে টেক্সটাইল সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তিদের লিখা সমূহ।প্রশ্নঃ টেক্সব্যাগ কেন? ২০১৯ - এ এসে যে জিনিসটা আমাদের সবচেয়ে বেশি কাছের সেটা আর কিছুই না, একটি স্মার্টফোন। সেই স্মার্টফোন যে আমাদের দিনের কতোটুকু সময় নিয়ে নেয়া সেটার হিসেব প্রত্যেকেরই আছে বৈকি। তাই আমাদের এই মুল্যবান সময় যাতে আরেকটু ইউটিলাইজ করা যায় টেক্সটাইল শিক্ষায়, সেই কারণেই এই এপসের সূচনা! আপনি হয়তো বলবেন ওয়েবপেইজ এই তো সব আছে তাহলে এপস কেন? একটা ওয়েবপেইজ থেকে তথ্য পেতে যতোটা সময়ের দরকার তারথেকে ঢের কম সময়ে আপনি এপস থেকে সেই একই তথ্য পেতে পারেন। আর সেই কারনেই সকল বড় কম্পানি গুলো ওয়েবের পাশাপাশি এপস ক্রিয়েট করে এবং মেইন টার্গেট ই থাকে এপস এ, কারণ? এটা হ্যান্ডি, ইজি ইন্টারফেস। প্রশ্নঃ কি আছে টেক্সব্যাগে? আপাতত টেক্সব্যাগে ৪ টি সেকশন রাখা হয়েছে। যেগুলো যথাক্রমে, ১. আর্টিকেল সেকশনঃ এখানে পাবেন সকল গুরুত্বপুর্ণ পোষ্ট সমুহ। ২. লিংক সেকশনঃ এখানে থাকবে সকল দরকারি লিংক সমুহ। ৩. এবাউট সেকশনঃ এখানে এপস এর বিবরণ সহ এপস এর ভবিষ্যতে আপডেট করার সুবিধা। ৪. রাইটিং সেকশনঃ এখান থেকে আপনি চাইলে আপনার লিখাও সেন্ড করতে পারেন এই এপসে। 

 

ডাউনলোড লিংকঃhttps://drive.google.com/file/d/1U_lDRRoAaMrMq-XBkakS0CHdcoILrvQ6/view